
রোজদিন ডেস্ক, কলকাতা:- হল না জেলমুক্তি। সিবিআই-এর মামলায় জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। যদিও ইডির মামলায় অনেক আগেই তিনি জামিন পেয়েছেন। কিন্তু সিবিআই-এর মামলায় এদিন জামিন খারিজ করে দেন বিচারক।
২০২২ সালে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২৪ এর অক্টোবর মাসে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। যদিও ইডির মামলা থেকে তিনি জামিন পেয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে সিবিআই যে চার্জশিট পেশ করেছে, তাঁর ছত্রে ছত্রে পার্থের নাম। এই পরিস্থিতিতে তিনি সিবিআই-এর মামলায় জামিন পাবেন এযেন অলীক কল্পনা ছাড়া আর কিছুই না। তাই বারাবার আদালতে পার্থের জামিনের বিরোধিতা করে সিবিআই জানিয়েছে, তাঁর নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই ছিলেন দুর্নীতির মূল কান্ডারি। তাই তাঁকে জামিন দেওয়া হলে তদন্ত ব্যাহত হতে পারে।
বৃহস্পতিবার বিচার ভবনে সিবিআইয়ের মামলায় পার্থের জামিনের আবেদন খারিজ করেন বিচারক। গত ১১ এপ্রিল ওই মামলায় রায় ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন বিচারক না আসায় রায়ঘোষণা স্থগিত রাখা হয়। জানানো হয়, ১৭ এপ্রিল এই বিষয়ে রায় দেবে আদালত। সেই মতো বৃহস্পতিবার পার্থের জামিনের বিপক্ষে রায় দিলেন বিচারক। যদিও পার্থের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, তাঁর মক্কেল শারীরিকভাবে ভীষণ অসুস্থ জামিনের বিষয়ে একটু বিবেচনা করা উচিত। তাছাড়াও নিয়োগ দুর্নীতিতে বাকি যাদের নাম জড়িয়েছিল, অনেকেই অল্প সময় হেপাজতে থাকার পর ছাড়া পেয়েছেন। তাহলে পার্থের ক্ষেত্রে সমস্যা কোথায়। তবে এদিনের শুনানিতে যখন সিবিআই আদালতে জানায়, নিয়োগের ‘মূল মাথা’ পার্থ, একথা শোনার পর প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিপক্ষে রায় দেন বিচারক।
Be the first to comment