মুম্বাইয়ে ট্রাইডেন্ট হোটেলে মমতা ব্যানার্জি-উদ্ধব ঠাকরের বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, নোটবন্দি ও জিএসটি নিয়ে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। সামনেই গুজরাটে বিধানসভা নির্বাচন। সাংবাদিকরা গুজরাটে যাওয়ার বিষয়ে জানতে চান। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা ওখানে লড়াই করছি না। তবে একটি ভোটও বিজেপিকে দেবেন না এই কথা আমরা বলছি। এটা আমাদের মতাদর্শগত লড়াই। সুরাতে ১ লক্ষ লোক বেকার হয়েছেন। ওখানে স্বর্ণব্যবসায়ী, বস্ত্র ব্যবসায়ী-সহ অন্যান্য ব্যবসায়ীরা জিএসটি এবং নোটবন্দির ফলে সমস্যায় পড়েছেন। উদ্ধবের আলাদা রাজনৈতিক দল, মতাদর্শও আলাদা। এনডিএ-তে থেকেও উদ্ধব যে জিএসটি ও নোটবন্দি নিয়ে সরকারের সমালোচনা করেছে, এটা বড়ো ব্যাপার। আসলে ও সাধারণ মানুষের কথা বলেছেন। উদ্ধব যা করেছে ঠিক করেছে। আমরা একসঙ্গে কাজ করব একটা যৌথ পরিবারের মতো।
Be the first to comment