বৃহস্পতিবার ঘোষিত হল সাহিত্যে দুই নোবেল প্রাপকের নাম। গত বছর কেলেঙ্কারি জনিত কারণে স্থগিত রাখা হয়েছিল এই পুরস্কার। এবার সুইডিশ অ্যাকাডেমি ঘোষণা করল দুই নোবেলজয়ীর নাম। ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন পোলিশ লেখক ওলগা তোকারজুক। ২০১৯ সালের পুরস্কারজয়ী অস্ট্রিয়ান লেখক পিটার হান্দকে।
গত বছর নোবেল কমিটির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠে। জ্যঁ ক্লদ আর্নো নামের ওই ব্যক্তি একজন জনপ্রিয় ফটোগ্রাফার। যৌন কেলেঙ্কারির জেরে স্থগিত রাখা হয় ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান। সেই কারণেই এ বছর একসঙ্গে ঘোষণা হল দুই পুরস্কারবিজয়ী সাহিত্যিকের নাম।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, দুর্নীতির কারণে এবার নোবেল কমিটিতে বেশ কিছু অদলবদল আনা হয়। পুরস্কার বণ্টনের পদ্ধতিও পালটানো হয়। ওলগা তোকারচুক গতবছর বুকার পুরস্কার পেয়েছেন। এবার তাঁর নাম উঠে এল নোবেলের তালিকায়। চলতি বছর ১০ ডিসেম্বর স্টকহোমে ওলগা তোকারজুক এবং পিটার হান্দকের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হবে নোবেল পুরস্কারের ৮০ লাখ ক্রোনার।
Be the first to comment