জানেন, কেন এ বছর কেউ নোবেল প্রাইজ পাবেন না?

Spread the love

বিশেষ প্রতিনিধি,

২০১৮ সালে নোবেল কেউই হয়ত পাবেন না৷ নোবেল প্রাইজ নিয়ে দেখা দিয়েছে সংশয়। সুইডিশ অ্যাকাডেমির এক অনুষ্ঠানে সুইডেনের রাজকন্যাকে প্রকাশ্যে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন এক ফটোগ্রাফার। ওই ঘটনার জেরে সুইডিশ অ্যাকাডেমিতে ঘটছে একের পর এক পদত্যাগ। আর এতেই এই সংশয় তৈরি হয়।

বিবিসি জানিয়েছে, ২০০৬ সালে সুইডিশ অ্যাকাডেমির এক অনুষ্ঠানে সুইডেনের রাজবংশের উত্তরাধিকারী রাজকন্যা (ক্রাউন প্রিন্সেস) ভিক্টোরিয়ার শরীরে হাত দিয়েছিলেন ওই অনুষ্ঠানে উপস্থিত ফটোগ্রাফার জাঁ ক্লদ আর্নোট। আর্নোট সুইডিশ অ্যাকাডেমির সদস্য ক্যাটারিনা ফ্রস্টেনসেনের স্বামী। এ সময়ে রাজকন্যার এক সঙ্গী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।

সমালোচনার মুখে সুইডিশ অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেন তার স্ত্রী ক্যাটারিনা ফ্রস্টেনসেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আর্নোট।

ক্যাটারিন ফ্রস্টেনসেনের পাশাপাশি আরও তিনজন সদস্য ক্লাস অস্টারগ্রেন, কিয়েল এস্পমার্ক এবং পিটার এংলুন্ড পদত্যাগ করেন। এর কিছুদিন পরেই সুইডিশ অ্যাকাডেমির প্রধান, অধ্যাপক সারা দানিয়ুস পদত্যাগ করেন।

যৌন হেনস্তার ইস্যুটি সামনে আসার পর থেকে সুইডিশ অ্যাকাডেমির মোট ছয়জন সদস্য পদত্যাগ করেছেন। একে অবশ্য ঠিক পদত্যাগ বলা যায় না, কারণ অ্যাকাডেমিতে তাদের আজীবন আসন রক্ষিত। তবে তারা অ্যাকাডেমির কাজে অংশগ্রহণ বন্ধ করে দিয়েছেন। ফলে এখন ঘোর অনিশ্চয়তার মুখে নোবেল প্রাইজ প্রাপকের তালিকা তৈরি করা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*