ট্রেনে সকলের নজর পড়লো স্কুল ইউনিফর্ম পরে বাচ্চাটার দিকে। ছোট বাচ্চাটি নৈহাটি লোকালে বাদামের খাঁজা বিক্রি করছে। এটা সাধারণ ঘটনা মনে হলেও সাধারণ ব্যাপার নয়, কারণ বাচ্চাটি স্কুল ইউনিফর্ম-এ ছিলো। তাকে জিজ্ঞেস করতে জানা গেলো, সে দ্বিতীয় শ্রেণীর ছাত্র। বাদামের খাঁজা বিক্রি করে পড়াশোনা চালায়। প্রতিদিন ২.৫০ এর নৈহাটি লোকালেই সে বাদাম বিক্রি করে। কেউ কেউ তাকে এক্সট্রা টাকা দিয়ে তার মনোবল ভেঙে দিতে চায়নি। বরং কেউ কেউ বেশি করে ৪টে বাদামে খাঁজা কিনে নিয়েছে। তার এই লড়াইকে স্বাগত জানিয়েছে ট্রেনের যাত্রীরা। আসল লেজেন্ড তো তারাই যারা এমন কঠিন সংগ্রাম করে হাসি মুখে মেনে নিয়ে এগিয়ে চলছে।
Be the first to comment