প্রয়াত অস্কারজয়ী গীতিকার নরমান গিমবেল

Norman Gimbel attends the Fulfillment Fund's 4th Annual "The Songs Of Our Lives" Benefit Concert at Wadsworth Theater on June 13, 2011 in Los Angeles, California. (Photo by Jonathan Leibson/FilmMagic)
Spread the love

অস্কার ও গ্রামি পুরস্কারজয়ী মার্কিন গীতিকার নরমান গিমবেল প্রয়াত। গত ১৯ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার মন্টিসিটোর বাসভবনে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ৯১ বছর বয়সী এই গীতিকারের মৃত্যুর কারণ জানা যায়নি। ‘কিলিং মি সফটলি’, ‘ইট গোজ লাইক ইট গোজ’, ‘দ্য গার্ল ফ্রম ইপানেমা’সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা গিমবেলে ১৯৭৩ সালে গ্রামি ও ১৯৯৭ সালে সেরা মৌলিক গানের জন্য অস্কার পেয়েছিলেন।

১৯৮৪ সালে তিনি গীতিকারদের ‘হল অফ ফেম’-এ জায়গা করে নিয়েছিলেন।
‘কিলিং মি সফটলি’ গানের জন্য ১৯৭৩ সালে তিনি সুরকার চার্লস ফক্সের সঙ্গে যৌথভাবে গ্রামি পুরস্কার জিতেছিলেন। ‘নরমা রে’চলচ্চিত্রে জেনিফার ওয়ার্নসের গাওয়া ‘ইট গোজ লাইক ইট গোজ’ গানের জন্য ২৪ বছর পর সুরকার ডেভিড শায়ারের সঙ্গে মিলে পান অ্যাকাডেমি পুরস্কার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*