উত্তরবঙ্গের কোরোনা আক্রান্তের সংস্পর্শে কারা এসেছিলেন? শুরু চিহ্নিতকরণ

Spread the love

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি মহিলার শরীরে মিলেছিল কোরোনা ভাইরাস। তাই তাঁর সংস্পর্শে কারা কারা এসেছিলেন তার তালিকা তৈরির কাজ শুরু করল প্রশাসন ।

স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, কোরোনা আক্রান্ত ওই মহিলা ভিন রাজ্য থেকে এসেছিলেন । সে ক্ষেত্রে তিনি কীভাবে এসেছিলেন, তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন অথবা কালিম্পঙে নিজের এলাকায় গিয়েছিলেন কি না তা জানার চেষ্টা চলছে । এদিকে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে ।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আইসোলেসন ওয়ার্ডে থাকাকালীন কোনও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কোনওভাবে ওই রোগীর সংস্পর্শে এসেছিলেন কি না সেসব পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে । যথাযথ তালিকা প্রস্তুত হলে প্রয়োজনে তাঁদের হোম আইসোলেসনে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে ।

এই বিষয়ে দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানান, “এই সময় কী কী করনীয়, স্বাস্থ্য বিধিতে পরিষ্কারভাবে তা বলে দেওয়া হয়েছে । আমরা যাবতীয় চিহ্নিতকরণের কাজ শুরু করেছি । সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে । চিহ্নিত ব্যক্তিদের হোম আইসোলেসনে পাঠানো হতে পারে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*