উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি মহিলার শরীরে মিলেছিল কোরোনা ভাইরাস। তাই তাঁর সংস্পর্শে কারা কারা এসেছিলেন তার তালিকা তৈরির কাজ শুরু করল প্রশাসন ।
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, কোরোনা আক্রান্ত ওই মহিলা ভিন রাজ্য থেকে এসেছিলেন । সে ক্ষেত্রে তিনি কীভাবে এসেছিলেন, তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন অথবা কালিম্পঙে নিজের এলাকায় গিয়েছিলেন কি না তা জানার চেষ্টা চলছে । এদিকে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে ।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আইসোলেসন ওয়ার্ডে থাকাকালীন কোনও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কোনওভাবে ওই রোগীর সংস্পর্শে এসেছিলেন কি না সেসব পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে । যথাযথ তালিকা প্রস্তুত হলে প্রয়োজনে তাঁদের হোম আইসোলেসনে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে ।
এই বিষয়ে দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানান, “এই সময় কী কী করনীয়, স্বাস্থ্য বিধিতে পরিষ্কারভাবে তা বলে দেওয়া হয়েছে । আমরা যাবতীয় চিহ্নিতকরণের কাজ শুরু করেছি । সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে । চিহ্নিত ব্যক্তিদের হোম আইসোলেসনে পাঠানো হতে পারে।”
Be the first to comment