উত্তরবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে সকাল ৭ টা থেকে। সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি উপেক্ষা করেই ভোটের লম্বা লাইন দেখা গিয়েছে। এদিকে, ভোটগ্রহণের আগের রাত থেকেই গোটা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় থেকে সংঘর্ষের খবর আসতে থাকে। গুলি ও বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন এলাকায়। দিনহাটার গীতলদহে বোমার আঘাতে এক তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে খবর। আহতের নাম মিনাজুর রহমান।
এদিকে, কোচবিহারের শুটকাবাড়িতে এক নির্দল প্রার্থীকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তাঁকে এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূলের ওপর। অন্যদিকে শুটকাবাড়িতেই তৃণমূল প্রার্থী ও ভোটারদের ওপর ব্যাপক বোমাবাজি ও শূণ্যে গুলি চালিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয় বলে খবর উঠে আসছে। মালদায় বৈষ্ণবনগরের ১০৯ নম্বর বুথে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের খবর আসে। ঘটনায় আহত ৩ জন তৃণমূল কর্মী।
এছাড়াও, দক্ষিণ দিনাজপুরের নুরপুর বুথে বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কুশমাণ্ডির ১৪৯ নং বুথে দু’পক্ষের রাজনৈতিক সংঘর্ষের জেরে ভোটগ্রহণ পর্ব বিপর্যস্ত হয়েছে বলেও খবর। এছাড়াও হরিরামপুরের একাধিক জায়গায় ছাপ্পাভোটের অভিযোগ উঠছে। এছাড়াও জলপাইগুড়ির ফুলবাড়িতে সিপিএম এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে। মাধব ডাঙাতে বুথে ঢুকো পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
Be the first to comment