মহিলাকে অ্যাসিড ছোড়ার অপরাধে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল উত্তর দিনাজপুরের ইসলামপুর ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ কারাদণ্ডের পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে অপরাধীকে ৷
ঘটনাটি ২০১৩ সালের ৩০ ডিসেম্বরের৷ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বিকোর গ্রামে এক মহিলাকে কুপ্রস্তাব দিয়েছিল মিলন সরকার নামে এক ব্যক্তি৷ মহিলা সেই প্রস্তাবে রাজি হননি৷ প্রত্যাখ্যানের রাগে ওই মহিলাকে রাস্তায় অ্যাসিড ছোড়ে মিলন৷
অ্যাসিডে পুড়ে যায় মহিলার মুখ ও বুকের অনেকটা অংশ৷ করণদিঘি থানায় মিলনের নামে অভিযোগ দায়ের করা হয়৷ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় মিলনকে৷ সোমবার ওই মামলার রায় দেন ইসলামপুর ফাস্টট্র্যাক আদালতের বিচারক হেমন্ত কুমার সিনহা৷
Be the first to comment