জলপাইগুড়ি, রাজারহাটের পরে এবার ব্যালট বাক্স লক্ষ্য করে আক্রমণ নেমে এল দক্ষিণ দিনাজপুরে। জলপাইগুড়িতে ব্যালট বাক্সে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভোট প্রক্রিয়া বানচাল করতেই এই পদক্ষেপ বলে অভিযোগ উঠেছে। রাজারহাটে ভিজিয়ে দেওয়া হয় ব্যালট পেপার। ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হয়।
সেই ঘটনার রেশ ধরেই এবার দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বজরাপুর এলাকায় একটি বুথের ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়া হল।
এই ঘটনার জেরে শাসক-বিরোধী একে অপরের বিরুদ্ধে অভিযোগে আঙুল তুলেছে। ঘটনার পর গ্রামবাসীরা একত্র হয়ে প্রতিবাদ জানান ভোটকেন্দ্রের বাইরে।
জানা গিয়েছে, মোট দুটি ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হয়। যার জেরে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। শুরু হয় তুমুল উত্তেজান। যার জেরে এলাকায় মোতায়েন করতে হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
Be the first to comment