উত্তর দমদম পুরসভার উপ পুরপ্রধানকে মারধরের অভিযোগ দুজন ঠিকাদারের বিরুদ্ধে। গত ৬ মাস আগে উপ-পুরপ্রধান শেখ নাজিমুদ্দিনের ওয়ার্ড ৪ নম্বর ওয়ার্ডে একটি পার্ক তৈরি করার টেন্ডার পায় এই দুই অভিযুক্ত ঠিকাদার। কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেও পার্কের কাজ সেভাবে হচ্ছে না কেন উপ পুরপ্রধান তা জানতে চাইলে এই দুই ঠিকাদার তাঁকে পুরসভার ভেতরেই মারধর করে বলে অভিযোগ। এরপরই পুরসভা থেকে বেরিয়ে আসেন নাজিমুদ্দিন। তারপরেই উত্তর দমদম পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পুরসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপপ্রধান অভিযোগ করছেন সমস্তটাই পুরপ্রধানের উপস্থিতিতে হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন উপ-পুরপ্রধান। তিনি আর এই পদে থাকতে চাইছেন না। তিনি লজ্জিত এমনটাই জানান। সাংসদ সৌগত রায় বলেন, দোষীদের গ্রেপ্তার করার কথা বলেছি। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। যা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক।
Be the first to comment