উত্তর কোরিয়া স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টায় তাদের সবচেয়ে দীর্ঘ পাল্লার সর্বোচ্চ শক্তির আন্তঃমহাদেশীয় মিসাইল উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে জাপান। সূত্রের খবর, পিয়ংইয়ং থেকে উৎক্ষেপণের পর ব্যালিস্টিক মিসাইলটি সাড়ে চার হাজার কিলোমিটার উচ্চতায় পৌঁছায় তারপর নেমে এসে বুধবার সকালে উত্তর কোরিয়া থেকে ৯৬০ কিলোমিটার দূরে জাপানের জলসীমায় পড়ে। উত্তর কোরিয়া দাবি করছে, এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল পরীক্ষার প্রতিবাদ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় মহাদেশ, দক্ষিণ কোরিয়া। নতুন করে উত্তেজনা শুরু হয়েছে কোরীয় দ্বীপপুঞ্জে। এর আগেও সেপ্টেম্বরে একটি ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া এ যাবত কালে সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। যা পুরো বিশ্বের জন্য ঝুঁকি।
Be the first to comment