উত্তর পশ্চিম ইতালির ছোট শহর বারবেনিয়ার নাম ছড়িয়েছে এক অদ্ভূত কারণে। এই শহরে ধেসের সবথেকে বেশি যমজ। ১৬০০ বাসিন্দার ৭৪ জনই যমজ। তুরিনের গ্রামের ধারের এই শহর সরকারিভাবে এই যমজ নাগরিকের সংখ্যার স্বীকৃতি পায়নি। ৩৭ জোড়া যমজ এখনও বেঁচে। বংশলতিকায় সন্ধান মিলছে আরও অনেকের।
স্থানীয়দের বিশ্বাস, এই খ্যাতি তাদেরই প্রাপ্য। শহরের মেয়র জিওভানি দ্রোভেত্তি বলেছেন, ইতালির সবথেকে বেশি যমজ এই শহরে কিনা জানি না। তবে সংখ্যাটা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এটা ডিএনএতেই রয়েছে। রবিবার যমজদের পার্টিতে গিয়েছিলেন মেয়র। গড়ে ইতালির প্রতি হাজার শিশুর ৩০ জন যমজ। বারবেনিয়ায় ৪ থেকে ৮০ বছরের যমজেক সংখ্যাটা হাজারে ৪৬ জন।
তবে যমজের সংখ্যায় এগিয়ে মধ্য আফ্রিকার দেশগুলি। বেনিনে গড়ে প্রতি হাজারে ৫৪ জন যমজ। গত কুড়ি বছরে ইতালিতেও যমজের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে। গবেষকরা বলছেন, বেশি বয়সী মায়েরা কৃত্রিমভাবে প্রজননের দিকে ঝুঁকছেন। তাতে একসঙ্গে একাধিক সন্কান জন্মের সম্ভাবনা বাড়ছে। বিশেষ করে ৩০ উত্তর সন্তানসম্ভবাদের ক্ষেত্রে এর সম্ভাবনা বেশি।
এ পর্যন্ত বারবেনিয়ার যমজদের নিয়ে কেউ গবেষণা করেনি। ইতালি কিন্তু যমজদের নিয়ে উদ্বেগ থেকে হার্টের রোগ সবকিছুর গবেষণা চালাচ্ছে। আলাদা করে যমজদের রেজিস্টার তৈরি করা হয়েছে। এতে গবেষকদের সুবিধা হবে।
Be the first to comment