সপ্তাহ শেষে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি ও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্যে দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷ আগামী মঙ্গলবার পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত চলবে জানিয়েছে আবহাওয়া দপ্তর ৷
দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে ৷ মৌসুমি অক্ষরেখা উত্তর দিক থেকে ক্রমশ অগ্রসর হচ্ছে ৷ এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ সেইসঙ্গে একটি ঘূর্ণাবর্ত রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও বঙ্গোপসাগরের উপর বিস্তার করছে ৷ মৌসুমি অক্ষরেখা জয়পুর থেকে ডালটনগঞ্জ, শান্তিনিকেতন হয়ে বাংলাদেশ ও অসমের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ এর প্রভাবে পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু ৷ আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়ে আবহাওয়া দপ্তর ৷
কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিকর গরম পড়ছে। বৃহস্পতিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
Be the first to comment