‘ওয়াক নয়, ওয়ার্ম আপ’ লন্ডনের ঠান্ডায় আজ প্রাত:ভ্রমণে মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- লন্ডনের আকাশ মেঘে ঢাকা, কনকনে ঠান্ডা হাওয়া বইছে, তাপমাত্রা নেমেছে মাত্র ৪ ডিগ্রিতে। এমন শীতেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে হাওয়াই চটি আর সাদা শাড়ি পরেই বাকিংহাম প্যালেস ও হাইড পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছিলেন। হাঁটাহাঁটির পর নিজেই বললেন, “আজ ওয়াক নয়, ওয়ার্ম আপ।”
লন্ডন সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ছ’দিনের সফরে এসেছেন তিনি, যেখানে রয়েছে একাধিক বৈঠক, শিল্প বিনিয়োগ নিয়ে আলোচনা ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ। কিন্তু শত কাজের মধ্যেও নিয়মিত শরীরচর্চা করা তাঁর অভ্যাস। লন্ডনেও তার ব্যতিক্রম হলো না।
হাওয়াই চটি, সাদা শাড়ি আর মাটির কাছে থাকার মনোভাব— এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরপরিচিত রূপ। দেশ হোক বা বিদেশ, পোশাকে-আচরণে তিনি বদলান না। জাঁকজমকের বিপরীতে তিনি সাধারণ থেকে অতি সাধারণ ভাবেই থাকতে পছন্দ করেন। এভাবেই মুখ্যমন্ত্রী কে সব সময় সকলের মাঝে দেখা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*