“আর উই ওয়ান্ট জাস্টিস না, এবার উই ডিমান্ড জাস্টিস “, নির্যাতিতার মায়ের সুরে গলা মেলাল কল্লোলিনী

Spread the love

 

চিরন্তন ব্যানার্জি:-

আর উই ওয়ান্ট জাস্টিস না, রবিবার রাতে স্লোগান উঠলো উই ডিমান্ড জাস্টিস।

শুধু টালা থেকে টালিগঞ্জ, বা সোদপুর থেকে যাদবপুরই নয়, আরজি করের দোষীদের বিচারের দাবিতে আবারও রাত দখলে রাজ্যের জেলায় জেলায় পথ নেমেছেন সাধারণ মানুষ। ওই ঘটনার একমাসের মাথায় এবার সর্বত্রই একটাই স্লোগান উঠলো উই ডিমান্ড জাস্টিস।
এদিন রাতে যাদবপুরে আন্দোলনকারীদের মঞ্চে দাঁড়িয়ে নিহত চিকিৎসকের মা বলেন, “আমরা আর উই ওয়ান্ট জাস্টিস বলব না। বিচার চাই নয়, বিচার করতে হবে এটাই আমাদের দাবি। তাই বলুন, উই ডিমান্ড জাস্টিস। যতদিন না আমার মেয়ে বিচার পাচ্ছে আপনারা রাস্তা ছাড়বেন না।” এরপরই আন্দলোনকারীদের কথায়, “একমাস অতিক্রান্ত। বিচারের জন্য আরও কতদিন অপেক্ষা করতে হবে?” পরক্ষণে সমস্বরে জবাব দিয়েছেন নিজেরাই, “বিচার যত পিছবে আন্দোলনও ততই শক্তিশালী হবে।”
প্রসঙ্গত, কেউ রাজপথে ছবি আঁকছেন, কেউ পথনাটিকা। কারও বা হাতে মশাল। এভাবেই নিজ নিজ প্রতিবাদের সুরে পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছেন হাজার হাজার মানুষ। হাতে হাত ধরে চোয়াল শক্ত করে প্রতিজ্ঞা করছেন, আন্দোলনকে আরও তীব্রতর করার। আন্দোলনকারীদের বক্তব্য আজকের রাত অভয়ার রাত। এই রাতেই নরখাদকদের লালসার শিকার হয়েছিল আরজি করের ডাক্তারি ছাত্রীটি। এক মাস অতিক্রান্ত। কিন্তু অপরাধীরা ছাড়া পাবে না, বিচার ছিনিয়ে নেব। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রাজনীতির জন্য খ্যাত বাংলা। সেই বাংলায় কোনও রাজনৈতিক পতাকা ছাড়া এভাবে মানুষকে একত্রিত হওয়ার নজিরের সূচনাটা গত মাসের ১৪ তারিখ করেছিলেন মেয়েরা রাত দখলের কর্মসূচি দিয়ে। তারপরে ধর্মতলায় গত রবিবার ১ সেপ্টেম্বর রাত জেগেছেন নাগরিকরা। পরের দিন সোমবার লালবাজারে রাতভর ঘেরাও অবস্থান করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তার একদিনের ব্যবধানে গত বুধবার ৯টা থেকে ১০ টা, ১ ঘণ্টার আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে যে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, তাও গড়িয়েছিল মধ্যরাতে। এবার আরও একটা রবিবার বিচারের দাবিতে রাত জাগছে কলকাতা থেকে জেলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*