নির্বাচন কমিশন বলেছিল, রাজ্যসভা ভোটেও থাকবে নোটা প্রয়োগ করার সুযোগ। কিন্তু সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানাল, রাজ্যসভা ভোটে নোটা-র সুযোগ থাকতে পারে না। কারণ তা পরোক্ষ ভোট।
রাজ্যসভা ভোটে নোটা-র সুযোগ দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন শৈলেশ মনুভাই পারমার নামে গুজরাতের এক কংগ্রেস নেতা। তিনি বিধানসভায় দলের মুখ্য সচেতক ছিলেন। তাঁর বক্তব্য, রাজ্যসভা ভোটে নোটা-র সুযোগ থাকলে এমএলএ, এমপি কেনাবেচা ও অন্যান্য দুর্নীতির সম্ভাবনা বাড়বে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক কুমার মিশ্র, বিচারপতি এ এম খানুয়ালকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত এক বেঞ্চ এই আবেদনের ভিত্তিতে রায় দেয়, প্রত্যক্ষ নির্বাচনে কোনও ব্যক্তি নোটা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ তিনি জানাতে পারেন, কোনও প্রার্থীকেই তাঁর পছন্দ নয়। কিন্তু রাজ্যসভায় পরোক্ষ ভোট হয়। সেখানে নোটা প্রয়োগের সুযোগ থাকতে পারে না।
Be the first to comment