দেশ জুড়ে নোটের আকাল, ঘটনায় ক্ষোভ প্রকাশ মমতা ও রাহুলের

Spread the love

আবারও ফিরে এলো নোটবন্দির স্মৃতি। দেশ জুড়ে এটিএমে দেখা দিলো নোটের আকাল। দেশের একাধিক জায়গায় বিভিন্ন ব্যাঙ্কের এটিএমে মিলছে না নোট। অনেক জায়গায় আবার বন্ধ এটিএম। যেখানে খোলা, সেখানে টাকা নেই, ঝুলছে নো ক্যাশ বোর্ড। দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, বারাণসী, ভোপাল, হায়দরাবাদ-সহ বেশির ভাগ শহরে এক ছবি।

তবে আরবিআই সূত্রে খবর, রিজার্ভ ব্যাঙ্ক থেকে রাজ্যগুলিতে টাকা পাঠানোয় সমস্যা তৈরি হয়েছে। তা স্বীকার করে নিয়েছে অর্থমন্ত্রকও। সমস্যা মিটতে আরও দু-তিনদিন সময় লাগবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যভিত্তিক কমিটি তৈরি করছে আরবিআই।

এদিকে ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, দেশের বিভিন্ন রাজ্যে জায়গায় এটিএমে মিলছে না নোট। বড় নোট উধাও। আবারও নোটবন্দির দিনগুলি মনে পড়ে যাচ্ছে। দেশে কী অর্থনৈতিক জরুরী অবস্থা চলছে?   

পাশাপাশি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এটিএম থেকে টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কাঠগড়ায় তুলেছেন। রাহুলের অভিযোগ পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী ও মেহুল চোকসিদের জন্য আচ্ছে দিন এনে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছেন মোদী। এদিন রাহুল গান্ধী হিন্দিতে টুইট করে বলেন নোটবন্দির খেলাটা বুঝুন। আপনার টাকা চলে গেলো নীরব মোদীর পকেটে। মোদীজির মাল্য মায়া, নোটবন্দির সন্ত্রাস ফিরিয়ে এনেছে। এটিএম গুলি আবার ফাঁকা হয়ে গেছে। দেশের ব্যাঙ্কগুলির এখন এটাই হাল।

কিন্তু নোট আকালের পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রয়োজনের থেকে বেশি নোট বাজারে ৷ কিন্তু হঠাৎ চাহিদাতেই সাময়িক নোট সঙ্কট ৷ কয়েকটি জায়গায় নোটের সঙ্কট ৷ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*