সাসপেনশনের ২৪ ঘন্টার মধ্যে স্বাধিকার ভঙ্গের নোটিস শুভেন্দুর বিরুদ্ধে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- প্রথমে সাসপেনশন, তারপর স্বাধিকার ভঙ্গের নোটিস। বিধানসভায় উসকানিমূলক মন্তব্য এবং সংবাদমাধ্যমে মিথ্যাচারের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর তাতে আরও ক্ষুব্ধ শুভেন্দু-সহ রাজ্যের বিরোধী দল। মঙ্গলবার বিধানসভার বাইরে সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান শুভেন্দু, অগ্নিমিত্রারা। নেতৃত্বে ছিলেন সোমবার সাসপেন্ড হওয়া চার বিধায়ক। বিরোধী দলনেতার অভিযোগ, হিন্দুদের হয়ে বিধানসভায় বলার জন্য তাঁকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে। প্রতিবাদে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ বয়কট করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বিধানসভার বাইরে তাঁরা ধরনায় বসবেন বলে কর্মসূচি স্থির করেছেন বিধায়করা।

সোমবার অধিবেশন চলাকালীন স্পিকারের দিকে কাগজ ছোড়ার মতো অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়া হল। রাজ্য সরকারের উদ্দেশে ‘মুসলিমদের সরকার’ বলে কটাক্ষ করায় মর্যাদা ক্ষুণ্ণ হল বলে মনে করছে শাসকদল। এছাড়াও সাসপেনশনের কারণ হিসেবে শুভেন্দু সংবাদমাধ্যমে যা বলছেন, তা মিথ্যা। এই দুই অভিযোগে মঙ্গলবার বিধানসভা অধিবেশনের শুরুতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়। তা পাঠ করে শোনান রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁকে সমর্থন জানান অরূপ বিশ্বাস, দেবাশিস কুমাররা। পরিষদীয় মন্ত্রীর কথায়, “ন্যক্কারজনক ব্যবহার করেছেন উনি। এটা জাতির লজ্জা। গণতন্ত্রের লজ্জা। তীব্র ধিক্কার জানাচ্ছি। আশা করি, সারা দেশের ধর্ম নিরপেক্ষ মানুষ ধিক্কার জানাবে।”
মন্ত্রীর আরও অভিযোগ, “সোমবার বিধানসভা অধিবেশন কক্ষে কাগজ ছোড়া, অধ্যক্ষের দিকে তেড়ে যাওয়ার জন্য সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতাকে। অথচ সাংবাদিকদের শুভেন্দু বলেছেন, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড হয়েছি। এমন মিথ্যাচারেরর জন্য ওঁকে ধিক্কার।” আজ সাসপেনশনের প্রতিবাদে বিধানসভার বাইরে ধরনায় বসে শুভেন্দু স্বাধিকার ভঙ্গের নোটিস নিয়ে বলেন, “এই নিয়ে পাঁচবার আমাকে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠানো হল। শাসকের এই ভয় আমার ভালো লাগছে। তবে নোটিস পাঠিয়ে মুখ বন্ধ করা যাবে না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*