রোজদিন ডেস্ক, কলকাতা :- দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হওয়ার পথে। মেট্রোতে চেপেই সোজা পৌঁছে যাওয়া যাবে কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দরে। দ্রুত পৌঁছনোর জন্য ক্যাব ধরার আর কোনও প্রয়োজন থাকবে না। গত কয়েক বছরে কলকাতার উত্তর-দক্ষিণে আরও বিস্তৃত হয়েছে মেট্রো।সফলভাবে সম্পূর্ণ হল নতুন রুটের পূর্ণাঙ্গ ট্রায়াল রান। ওই রুটে মেট্রো চালু হওয়া এখন সময়ের অপেক্ষা।
নোয়াপাড়া স্টেশন থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত আপ এবং ডাউন উভয় লাইনে সফল ট্রায়াল রান হয়েছে। এটি মোট ৭.০৪ কিমি পথ। শুক্রবার দুপুর ১২টা ৯ মিনিটে নোয়াপাড়া থেকে এই ট্রায়াল রান শুরু হয়। মেট্রোর MR 408 নম্বর রেকে উপস্থিত ছিলেন কর্মী ও অফিসাররা। জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডিও এই ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন।
জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে যাওয়ার পথে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেকটি থামে। জেনারেল ম্যানেজার সেই স্টেশনটি পরিদর্শন করেন। এরপর ১২টা ৩১ মিনিয়ে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে পৌঁছয় মেট্রো। সেখানেও স্টেশন ঘুরে দেখে বাকি থাকা কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন রেলের এই উচ্চপদস্থ কর্তা।
উল্টোদিকে অর্থাৎ ফেরার পথে রেকটি বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে ছাড়ে দুপুর ১টা ৫৭ মিনিটে। নোয়াপাড়ায় পৌঁছয় দুপুর ২টো ২১ মিনিটে। এই রুট চালু হলে কলকাতা এবং শহরতলির মানুষের বিমানবন্দরে পৌঁছতে আর কোনও অসুবিধা হবে না। নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে থাকবে মোট ৪টি স্টেশন। সেগুলি হল- নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড ও জয় হিন্দ বিমানবন্দর।
Be the first to comment