এবার ট্রেন এ চেপেই যাওয়া যাবে কলকাতা থেকে মা সরদার জন্মস্থান জয়রামবাটি…

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তজন। এবার এলো সেই মুহূর্ত, ছুটবে ট্রেন কলকাতা থেকে সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি পর্যন্ত।
লাইন বসানোর কাজ থেকে শুরু করে স্টেশন তৈরির কাজ প্রায় শেষ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
একসময় বাঁকুড়ার জয়রামবাটি থেকে কলকাতায় স্বামী রামকৃষ্ণদেবের কাছে যাওয়ার জন্য ট্রেনে চড়েই যাতায়াত করতেন মা সারদা। কিন্তু তখন সে পথ ছিল বড় কষ্টের। জয়রামবাটি থেকে গরুর গাড়িতে চড়ে প্রায় ৪০ কিমি পাড়ি দিয়ে পৌঁছাতে হত বিষ্ণুপুর স্টেশনে। সেখান থেকে ট্রেনে চড়ে যেতে হত কলকাতায়।
এবার আর ট্রেন ধরার জন্য বিষ্ণুপুর যাওয়ার দরকার নেই। এবার সরাসরি মায়ের গাঁ জয়রামবাটির উপর দিয়েই ছুটবে ট্রেন। রেলসূত্রে জানা গিয়েছে, ২০০০- ২০০১ অর্থবর্ষে বিষ্ণুপুর-তারকেশ্বর রেলপথ নির্মাণের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০২-২০০৩ সালে প্রস্তাবিত এই প্রকল্পের সমীক্ষার কাজ শুরু হয়। ২০০৬-২০০৭ সালে প্রকল্পের জন্য শুরু হয় রেলপথের জমি অধিগ্রহণের কাজ। ২০০৮-২০০৯ সালে রেললাইন পাতার কাজ শুরু হয়। এখন বড়গোপীনাথপুর হয়ে জয়রামবাটি পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ করে ফেলেছে রেল। জয়রামবাটিতে মাতৃমন্দিরের আদলে তৈরি করা হয়েছে সুদৃশ্য স্টেশনও। এবং রেলসূত্রে জানা গিয়েছে, কিছু ছোটখাটো কাজ শেষ করে খুব দ্রুতই জয়রামবাটি পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারিত করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*