এনআরসির চূড়ান্ত তালিকার প্রকাশের সময়সীমা ৬ মাস বাড়াল সরকার। ২০১৯ সালের জুনের ৩০ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে মেয়াদ। একটি সরকারি নির্দেশিকার মাধ্যমে জানানো হয় তালিকা চূড়ান্ত করার কাজ ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে না। তাই সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘রেজিষ্টারার জেনারেল অফ ইন্ডিয়া’ শৈলেশ জানান, জনস্বার্থেই এই সময় বাড়ানো হচ্ছে। ন্যাশনাল রেজিষ্টার অফ সিটিজেন, ১৯৫১-র কাজ দ্রুত গতিতে চলছে। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশে আরও সময়ের প্রয়োজন বুঝতে পেরেই সরকার মেয়াদ বাড়িয়েছে।
২০১৩ সালের ৬ ডিসম্বের এনআরসির প্রথম নির্দেশিকা প্রকাশ করে সরকার। সেসময় ৩ বছরের সময়সীমা ঠিক করা হয়। কিন্তু তারপরেও আর ৫ বার বাড়ানো হয় সময়সীমা। প্রসঙ্গত, এবছর ৩০ জুলাই খসড়া তালিকা প্রকাশিত হয়। বাদপড়েন প্রায় ৪০ লক্ষ মানুষ। বিষয়টি গুরুত্ব অনুধাবন করে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর প্রযন্ত বাদ পড়াদের পুনরায় আবেদনের সুযোগ দেয় শীর্ষ আদালত।
Be the first to comment