আর কয়েকঘণ্টা। তারপরই প্রকাশিত হবে জাতীয় নাগরিকপঞ্জির (NRC) চূড়ান্ত তালিকা। আর যা নিয়ে উৎকণ্ঠায় ভুগছেন অনেকেই। তবে, সরকার জানাচ্ছে অযথা আতঙ্কিত হবেন না। শুক্রবার এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ করবে। ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারলে আইনি সহায়তা পাবেন।
তিনি আরও বলেন, NRC-এর তালিকায় নাম না ওঠা মানেই বিদেশি হয়ে গেলাম তা নয়। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ফরেনারস ট্রাইবুনালের (FTs) আছে।সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কারোও ভয় পাওয়ার দরকার নেই। সরকার সবার দায়িত্ব নিচ্ছে। চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে না তাদেরও নাগরিকত্ব প্রমাণের জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে।
প্রসঙ্গত, গতবছর ৩০ জুলাই NRC-এর প্রথম খসড়া প্রকাশিত হয়। সেই তালিকায় প্রায় ৪০ লাখ মানুষের নাম ওঠেনি। যা নিয়ে শুরু হয় বিতর্ক। শনিবার প্রকাশিত হবে NRC-এর চূড়ান্ত তালিকা।
Be the first to comment