বাংলায় কি NRC হবে? জানিয়ে দিলেন অমিত শাহের

Spread the love

পাহাড়ে ভোটের প্রচারে গিয়ে NRC প্রসঙ্গ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দার্জিলিঙের লেবঙের সভায় শাহ জানিয়ে দিলেন, দেশে এখনই NRC-র কোনও পরিকল্পনা নেই। সেই সঙ্গে NRC নিয়ে গোর্খাদের দুশ্চিন্তার কোনও কারণ নেই বলেও আশ্বস্ত করলেন শাহ। এই প্রসঙ্গে শাহ বলেন, ‘স্পষ্টভাবে বলছি, NRC -র কোনও পরিকল্পনা নেই এখন। ভবিষ্যতে যদি লাগু হয়ও, তাহলে গোর্খাদের চিন্তার কোনও কারণ নেই।’

উল্লেখ্য, NRC ইস্যু নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। অসমে NRC লাগু নিয়ে বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিজেপিকে। এ রাজ্যে NRC নিয়ে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়ার আভাস মিলেছে। ফলে, বাংলার নির্বাচনে NRC-র প্রতিশ্রুতি বুমেরাং হতে পারে গেরুয়াশিবিরের কাছে, এই আশঙ্কা থেকেই NRC নিয়ে শাহের এমন বক্তব্য বলে ব্যাখ্যা পর্যবেক্ষক মহলের একাংশের। সেই সঙ্গে আগামী দিনে NRC লাগু হলে গোর্খাদের যে কোনও সমস্যা হবে না, সেই আগাম আশ্বাসও যেভাবে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, NRC ইস্যুতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে শাহ বলেন, ‘দিদি ভয় দেখাচ্ছেন NRC নিয়ে। এই নোংরা রাজনীতি আর চলবে না। গোর্খা যুবকরা জেগে উঠেছেন। গোর্খা যুবকরা আপনার বিপক্ষে চলে গিয়েছেন।’

বুধবার দার্জিলিঙের সভায় শাহ বলেন, ‘কেন্দ্র সরকার ও বাংলার বিজেপি সরকার গোর্খাদের সমস্যার স্থায়ী সমাধান করবে। গোর্খাদের সঙ্গে ন্যায় আমরাই করব। বিজেপির সঙ্গে গোর্খাদের পবিত্র সম্পর্ক। ১১ গোর্খা জনজাতিকে তফশিলি সম্প্রদায়ের তকমা দেওয়া হবে। গোর্খাদের মতো বড় দেশভক্ত আর কেউ হয় না। গোর্খা ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হবে। প্রসারভারতী, দূরদর্শনে নেপালি ভাষায় সম্প্রচার হবে। ‘ উল্লেখ্য, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব দার্জিলিংবাসী। এই প্রেক্ষিতে একুশের নির্বাচনী প্রচারে এদিন শাহ যে স্থায়ী সমাধানের কথা বললেন, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*