এনআরসি নিয়ে আশা হারিয়ে ফেললেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা

Spread the love

অসমে এনআরসি তালিকা প্রকাশ নিয়ে প্রথম থেকেই সরব ছিল বিরোধীরা। এবার এনআরসি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অসমের বিজেপি নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খসড়া তালিকার পরেই এনআরসি নিয়ে আশা হারিয়ে ফেলেছিলেন বলে জানালেন হিমন্ত। আর শনিবার তালিকা প্রকাশের পর তিনি বলেন, যখন এতজন প্রকৃত ভারতীয় তালিকার বাইরে, তখন কী ভাবে বলা যায় যে এই নাগরিকপঞ্জি অসমের মানুষের মঙ্গল করবে?

এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে তিনি বলেন, দক্ষিণ সলমারা ও ধুবরির মতো বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে মানুষের বাদ পড়ার হার সর্বনিম্ন। অথচ অন্যান্য জেলায় প্রচুর ভূমিপুত্রর নাম বাদ। এটা কীভাবে হতে পারে? আমাদের আর এই এনআরসিতে আগ্রহ নেই। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে হিমন্ত বলেন, ইতিমধ্যে অসম সরকার ও কেন্দ্র দুই তরফেই অবৈধ অভিবাসীদের মোকাবিলার জন্য নতুন কৌশল নিয়ে আলোচনা চলছে। অবৈধ অভিবাসী চিহ্নিত করতে আমরা নতুন পরিকল্পনা নিয়ে আসবো।

উল্লেখ্য, এর আগেও হিমন্ত বলেছিলেন, এই এনআরসি আমাদের বিদেশিদের হাত থেকে মুক্তি পেতে সাহায্য করবে না। শনিবার অসমে চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশিত হয়। সেই তালিকা থেকে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন আবেদনকারীর নাম বাদ গেছে। কেন্দ্র অবশ্য বলেছে, যাঁদের নাম চূড়ান্ত নাগরিক তালিকায় স্থান পায় নি, তাঁদের এখনই বিদেশি ঘোষণা করা যাবে না। ওই ব্যক্তিরা ট্রাইবুনালে আবেদন করতে পারেন। আবেদন করার সময়সীমা ৬০ থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*