ফার্মাসিস্টকে মারধরের অভিযোগ, ২ মাস সাসপেন্ড ডাক্তার

Spread the love

এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত এক ফার্মাসিস্টকে মারধরের অভিযোগে সাসপেন্ড করা হলো এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি‌ (PGT) ডাক্তারকে ৷ দু’মাসের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় বিচারের দাবিতে ফার্মাসিস্টরা আইনি পথে হাঁটতে চলেছেন।

প্রসঙ্গত, ৩ সেপ্টেম্বর এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরের ফার্মাসিতে ডিউটিতে ছিলেন ওই ফার্মাসিস্ট। অভিযোগ, ওই দিন দুপুরে সার্জারি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ওই ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নিতে চেয়েছিলেন। কর্তব্যরত ওই ফার্মাসিস্ট ডাক্তারকে জানান, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ তিনি দেবেন না। এরপরই তাঁর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন ওই ডাক্তার। এমন কী মারধোর করেন বলে অভিযোগ। ঘটনায় এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফার্মাসিস্টদের তরফে অভিযোগ জানানো হয়।

ফার্মাসিস্টদের তরফে ওই ডাক্তারকে গ্রেফতারের দাবি জানানো হয়। বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে বলেও জানানো হয়। পরে, ঘটনার CCTV ফুটেজের একটি অংশ প্রকাশ্যে আসে। অন্যদিকে এই ঘটনায় স্বাস্থ্য ভবনের তরফে তদন্ত করা হয়। সূত্রের খবর, গত সপ্তাহে তদন্ত রিপোর্ট এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সেই রিপোর্টের ভিত্তিতে ওই ডাক্তারকে শনিবার থেকে দু’মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*