এনআরএসে রোগিণীর মৃত্যু ঘিরে আতঙ্ক, করোনা সন্দেহে দেহ পেলো না পরিবার

Spread the love

এনআরএস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগিনীর মৃত্যুকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়াল সোমবার। এদিন কোনওভাবে খবর ছড়িয়ে যায়, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। খবর ছড়িয়ে পড়তেই ভয় পেয়ে যান অনেকে। তবে সত্যিই তিনি করোনাভাইরাসে সংক্রামিত ছিলেন কিনা, তা এখনও জানা যায়নি।

সূত্রের খবর, রবিবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এনআরএস-এ ভর্তি হন উত্তর ২৪ পরগনা ধর্মপুকুরের বাসিন্দা, ৪৫ বছরের এক মহিলা। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। কিন্তু নির্দিষ্ট কিছু উপসর্গ নিয়ে আসার কারণে, তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখেন চিকিৎসকরা। এরপরেই তাঁর নমুনা পাঠানো হয় নাইসেডে।

ভর্তি হওয়ার পরেই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আজ, সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। যদিও তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা, সেই রিপোর্ট এখনও আসেনি। রিপোর্ট এসে না পৌঁছনো পর্যন্ত মৃত মহিলার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে না বলে জানিয়েছে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর গাইডলাইন মেনে মহিলার মৃতদেহকে বিশেষ কেমিক্যাল মাখিয়ে প্লাস্টিক প্যাকেটে ভাল করে মুড়ে মর্গে রাখা হয়েছে। এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রিপোর্ট আসার পরে যদি দেখা যায় তাতে করোনাভাইরাস পজিটিভ রয়েছে, তাহলে হু-এর যে গাইডলাইন আছে তা মেনেই শেষকৃত্য করবে সরকার। আর যদি রিপোর্ট নেগেটিভ হয়, তাহলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*