চিকিৎসকদের নজিরবিহীন প্রতিবাদ। গণছুটি নেওয়ার আবেদন রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকদের ৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর কর্মবিরতির আবেদন ৷ এনআরএসের ঘটনার প্রতিবাদে এমন সিদ্ধান্ত ৷ এর ফলে বুধবার রাজ্যের প্রায় সব হাসপাতালে আউটডোর বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়েছে ৷ তবে শুধুমাত্র জরুরি পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ৷
এনআরএস-এর ঘটনার প্রতিবাদে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের ৷ বর্ধমান মেডিক্যাল, মেদিনীপুর মেডিক্যাল সব জায়গাতেই এদিন জরুরি বিভাগের গেট বন্ধ ৷ বিপাকে রোগী তাঁদের আত্মীয়রা ৷ অন্যদিকে, এসএসকেএমে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ৷ জরুরি পরিষেবা বন্ধ রয়েছে ৷ দুর্ভোগে রোগী ও তাঁদের পরিজনেরা ৷ আউটডোর বিভাগও বন্ধ থাকার আশঙ্কা ৷
উল্লেখ্য, সোমবার রাতে রোগী মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এনআরএস। রোগীর পরিবার ও চিকিৎসকদের মধ্যে গন্ডগোলে জখম হন জুনিয়র ডাক্তার। প্রতিবাদে মঙ্গলবার দিনভর অচলাবস্থা জারি এনআরএসে। মুখ্যমন্ত্রীর আশ্বাস না পেলে কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এদিকে চিকিৎসকদের মারধরে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।
শ্বাসকষ্ট নিয়ে ট্যাংরার বিবিবাগানের বাসিন্দা মহম্মদ শাহিদকে সোমবার ভরতি করা হয় এনআরএসে। বিকেলে মৃত্যু হয় পঁচাত্তর বছরের বৃদ্ধের। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তোলেন পরিজনরা। ওয়ার্ডে ঢুকে জুনিয়র ডাক্তারদের উপর তাঁরা চড়াও হন বলে অভিযোগ।
Be the first to comment