জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, এন্টালি থানায় দায়ের এফআইআর

Spread the love

জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। এন্টালি থানায় মোট তিনটি এফআইআর হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। লালবাজার সূত্রে জানা গেছে, মৃত মহম্মদ শহিদের পরিজনরা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছেন। CRPC-র 304 A ধারায় মামলা দায়ের হয়েছে। অন্যদিকে মৃতের প্রতিবেশীদের তরফে দায়ের করা হয়েছে একটি পৃথক মামলাও।

প্রসঙ্গত, সোমবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল। মহম্মদ শহিদ নামে ৭৫ বছরের এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। মৃতের পরিজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। সেই অভিযোগেই সোমবার রাতে শুরু হয় বিক্ষোভ। ডাক্তারদের উপর চড়াও হয় রোগীর পরিজনরা। ঘটনায় পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎসক মাথায় গুরুতর চোট পান। তারপর থেকেই শুরু হয়েছে চিকিৎসকদের কর্মবিরতি এবং বিক্ষোভ।

অন্যদিকে মৃতের পরিজন এবং প্রত্যক্ষদর্শীরা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এনেছেন অভিযোগ। তাদের বক্তব্য প্রথমে মারমুখী হন জুনিয়র ডাক্তাররাই। রীতিমতো লাঠি নিয়ে তারা চড়াও হয় মৃতের পরিবারের উপর। এদিকে, ডাক্তারদের কর্মবিরতির জেরে বেহাল রাজ্যের চিকিৎসা পরিষেবা। পরিবহের উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র ডাক্তারদের পাঁচটি সংগঠন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*