এনআরএস ইস্যুতে নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন অধীর চৌধুরী

Spread the love

এনআরএস-এ জুনিয়র ডাক্তারের উপর হামলার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতির ফলে ভয়ংকর পরিস্থিতির মুখে রাজ্যে । একথা জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ প্রার্থনা করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি । এই নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে তিনি চিঠিও লিখেছেন।

চিঠিতে তিনি লেখেন, মাননীয় নরেন্দ্র মোদীজি । এনআরএস-এ জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। জখম জুনিয়র ডাক্তার মৃত্যুর সঙ্গে লড়াই করছেন । এই কর্মবিরতির ফলে রোগীরা প্রচণ্ড সমস্যায় পড়েছে। বাংলায় এখন নৈরাজ্য দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে যত দ্রুত সম্ভব আপনার হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি।

উল্লেখ্য, সোমবার রাতে রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে। রোগীর পরিবারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের হাতাহাতি হয়। এর জেরে মাথা ফাটে এক জুনিয়র ডাক্তারের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই অবস্থান বিক্ষোভ শুরু করে জুনিয়র ডাক্তাররা। আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজ্যজুড়ে সব সরকারি হাসপাতালে ওপিডি বয়কটের ডাক দেয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*