কুকুর হত্যা কাণ্ডে ধৃত ২ ছাত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবে না মৌটুসি মণ্ডল ও সোমা বর্মণ নামে অভিযুক্ত ২ ছাত্রী। ঢুকতে পারবে না কলেজেও। তবে আদালত এদিন ধৃত মৌটুসি মণ্ডল ও সোমা বর্মণকে জামিন দিলেও ধৃতদের আজ বিচার বিভাগীয় হেপাজতে থাকতে হবে।
পাশাপাশি প্রিয়াঙ্কা দাস, সবিলা খাতুন ও দীপা ঘোষ নামে আরও ৩ পড়ুয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। উল্লেখ্য, এদিন দুপুরেই ঘটনার একটি ৩ পাতার রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। সেই রিপোর্ট খতিয়ে দেখেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে পাঠানো হবে এই রিপোর্ট।
অন্যদিকে, এদিন শুনানির জন্য শিয়ালদহ আদালতে মামলাটি উঠলে, মামলা শুনতে অস্বীকার করেন বিচারক। তিনি ঘটনার তীব্র নিন্দা করেন।
Be the first to comment