অভিযুক্ত ৫ জনকে জামিন, ফের আন্দোলনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

Spread the love

এনআরএস হাসপাতালে চিকিত্‍‌সকদের মারধরের অভিযোগে ধৃত ৫ জনের জামিনের প্রতিবাদে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা ৷ উল্লেখ্য, সোমবার চিকিত্‍‌সকদের মারধরে ধৃত ৫ জনের জামিন মঞ্জুর করে শিয়ালদহ আদালত ৷ আদালতের রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা ৷ ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা ৷ তাঁদের অভিযোগ, নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি ৷

এদিকে আগামিকাল অর্থাত্‍‌ মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠক করবেন ৩১ জন জুনিয়র ডাক্তার ৷ সেই বৈঠকে লিখিত প্রতিবাদ জানাবেন জুনিয়র ডাক্তাররা ৷ ধৃতদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ না-থাকায় জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানায় আদালত ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*