খুললো এনআরএসের জরুরি বিভাগ

Spread the love

এনআরএস কাণ্ডে কিছুটা হলেও আন্দোলনে রাশ টানলেন জুনিয়র ডাক্তাররা ৷ খোলা হল এনআরএসের জরুরি বিভাগ ৷ মুমূর্ষু রোগী এলে হবে চিকিৎসা ৷ পরিষেবা দেবেন সিনিয়র চিকিৎসকরাও ৷ তবে এখনও বন্ধ এনআরএসের আউটডোর ৷

উল্লেখ্য, চিকিৎসকদের আন্দোলনের জেরে বন্ধ পরিষেবা। মুখ্যমন্ত্রী চার ঘন্টা সময়সীমা দিয়ে হুঁশিয়ারি দিলেও কোনও সঠিক সমাধানসূত্র পাওয়া যায়নি। নিরাপত্তাব্যবস্থা সুনিশ্চিত করার স্বার্থে নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় চিকিৎসকরা।

শুক্রবারও কাটল না এনআরএসেপ অচলাবস্থা ৷ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা ৷ বন্ধ আউটডোর, তবে চালু রয়েছে জরুরি বিভাগ ৷ এনআরএস চত্বরে বহিরাগতদের ঢুকতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হলো ৷ গেটে নজরদারি জুনিয়র ডাক্তারদের ৷ পরিচয়পত্র দেখেই ভিতরে ঢোকায় ছাড় দেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*