মাসানুর রহমান,
রোগী মৃত্যুকে কেন্দ্র করে গত সোমাবার ধুন্ধুমার হয় এনআরএস হাসপাতাল চত্বর। ঘটনাস্থল থেকে রোগীর আত্মীয়-পরিজনদের সঙ্গে তুমুল বচসা বাঁধে জুনিয়র ডাক্তারদের। তারপরই ইটের আঘাতে খুলিতে গুরুতর চোট পান এনআরএস-এর ইন্টার্ন পরিবহ মুখোপাধ্যায়। এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করে রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। বন্ধ হয় ইমার্জেন্সি বিভাগ ছাড়াও হাসপাতালের সমস্ত পরিষেবা।
পরদিন থেকেই চলতে থাকে অবস্থান-বিক্ষোভ। এর পাশাপাশি গণ ইস্তফা দিতে শুরু করেন জুনিয়র ডাক্তাররা। এই আন্দোলনে পাশে দাঁড়ান সিনিয়র ডাক্তার এবং অধ্যাপক চিকিৎসকরাও। এনআরএস, এসএসকেএম, আরজিকর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল পদত্যাগ করেছেন ইতিমধ্যেই। গতকাল এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ এনআরএসে যান অপর্ণা সেন, রুপম ইসলাম, কৌশিক সেন, সহ অনেকে। সাধারন মানুষ নাজেহাল, সকল জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার মানবিক আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
Be the first to comment