স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এবার আরও জোর দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত জানিয়েছে জেলা ও মহকুমার সরকার চালিত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের জন্য এই দপ্তর ১০,০০০ নার্সকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করবে। জানা যায় আগামী চার-পাঁচ বছরে বিভিন্ন পর্যায়ে মোট ১০,০০০ নার্সকে নিয়োগ করবে কমিউনিটি হেলথ অফিসার হিসেবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেলেই ওয়েস্ট বেঙ্গল হেলথ বোর্ড নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। গ্রামীণ হাসপাতালগুলির স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য বেশির ভাগ কমিউনিটি হেলথ অফিসারদের গ্রামাঞ্চলে পাঠানো হবে। ইতিমধ্যে যে সকল নার্সরা সরকারি হাসপাতালে কিংবা স্বাস্থ্য কেন্দ্রে কাজ করেন, এবং কমিউনিটি হেলথ অফিসার হতে ইচ্ছুক, তারা আবেদন করতে পারেন; তাদের একটি পরীক্ষাও দিতে হবে।
তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা বিশেষ প্রশিক্ষণ নিতে পারবেন। এই প্রশিক্ষণের মেয়াদ হল ছয় মাস; পাঠ্যক্রম তৈরী করবে ইগনোউ। প্রশিক্ষণ সম্পন্ন হলে সার্টিফিকেট দেওয়া হবে কৃতীদের।
Be the first to comment