করোনা-আবহে বাংলায় তৃণমূল এবং বিজেপির মধ্যে কথার লড়াই লেগেই আছে। তার মধ্যে বৃহস্পতিবার নয়া মাত্রা যোগ করলেন নুসরত জাহান। বিজেপি’র আইটি সেলের প্রধান অমিত মালভ্যকে নিশানা করলেন তিনি। এদিন এক ট্যুইটে মালভ্যকে ট্যাগ করে ‘মিস্টার ট্রোল ইন চিফ’ বলে কটাক্ষ করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। শুধু তাই নয়, বাংলার করোনা পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য পোস্ট করার অভিযোগও এনেছেন পদ্ম শিবিরের আইটি সেলের প্রধানের বিরুদ্ধে।
বিরোধী রাজনৈতিক নেতাদের সম্পর্কে ট্যুইটারে মাঝেমধ্যে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় অমিত মালভ্যকে। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী সম্পর্কে মালভ্যর এমনই একটি পোস্ট ঘিরে সম্প্রতি রাজস্থানের রাজনীতিতে হইহই পড়ে যায়। তাঁর ওই পোস্টের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হন কংগ্রেস কর্মী। অমিত মালভ্য বিজেপির আইটি সেলের প্রধান। যে কারণে এই মামলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও যুক্ত করা হয়েছিল।
কংগ্রেস কর্মীর করা এই মামলায় অব্যহতি চেয়ে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কোর্টকে জানান, দলের আইটি শাখার প্রধানের করা ট্যুইটের সঙ্গে তাঁর কোনও ভূমিকা নেই। অমিত মালভ্যর করা ট্যুইটারে বক্তব্যকে তিনি সমর্থন করেন না। নাড্ডার এই বক্তব্যকে গ্রহণ করে হাইকোর্ট তাঁকে মামলা থেকে অব্যহতি দিলেও গোটা ঘটনায় বিস্মিত রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর আদালতে বিজেপি সভাপতির এই বক্তব্যকে হাতিয়ার করে তাঁর দলেরই আইটি সেলের প্রধানকে তীর্যক নিশানা করলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। শুধু তাই নয়, বাংলার করোনা পরিস্থিতি নিয়ে অমিত মালভ্য যে সমস্ত পোস্ট করেছেন, তারও তীব্র নিন্দা করেন নুসরত।
Be the first to comment