বসিরহাটে সব কিছু নিয়ন্ত্রণে, বিমানবন্দরে নেমে মন্তব্য করলেন নুসরত

Spread the love

ডেস্টিনেশন ওয়েডিং সেরে রবিবার সকালেই কলকাতায় ফিরেছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। সঙ্গে স্বামী নিখিল জৈন। আত্মীয়স্বজনরা বরণ করতে পৌঁছে গিয়েছিলেন বিমানবন্দরে। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই প্রত্যাশিত ভাবেই বসিরহাটের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় নুসরতকে। জবাবে অভিনেত্রী সাংসদ জানিয়ে দেন, সবটা নিয়ন্ত্রণে আছে।

নুসরত এদিন বলেন, বসিরহাটের সবটা এখন হ্যান্ডেল্ড। আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি। এখন সব শান্ত। গত ৮ জুন তাঁর কেন্দ্র বসিরহাটের সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল বিজেপি সংঘর্ষে তিন জনের মৃত্যুর পর  তাঁকে এলাকায় দেখা যায়নি। প্রশ্ন উঠেছিল সাংসদ কোথায়? সেই সময়ে একটি টুইটের বেশি আর কিছুই করেননি নুসরত। সেই টুইটে বসিরহাটের সাংসদ লিখেছিলেন, বন্ধুরা, বিষয়টি দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি ফেরানোর চেষ্টা করা উচিত। এটা সাম্প্রদায়িক বিষয় নয়। ধর্মনিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে রয়েছি। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বসিরহাট স্পর্শকাতর জায়গা। মানুষ যাতে নিরাপদে থাকেন তা নিশ্চিত করার চেষ্টা করব।

তারপর বিয়ে করতে তুরস্ক উড়ে যান নুসরত। ব্যস্ততায় সাংসদ হিসেবে শপথও নিতে পারেননি এখনও। তবে এ দিন নুসরত জানিয়েছেন, বিয়ের জন্য দেশের বাইরে থাকলেও, সেখান থেকেই বসিরহাটের উপর নজর রেখেছিলেন তিনি। দলের নেতাদের সঙ্গে এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগযোগ রেখেছেন। খুব শিগগিরই বসিরহাটে যাবেন বলেও জানিয়েছেন নুসরত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*