হাসপাতাল থেকে ফিরেই পশ্চিমবঙ্গের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নুসরত জাহান

Spread the love

সদ্য হাসপাতাল থেকে ফিরেই নিজের নির্বাচনী কেন্দ্র বসিরহাটে গেলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷ আর সেখানে গিয়ে পশ্চিমবঙ্গের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। নুসরত বললেন, দিল্লির মতোই পশ্চিমবঙ্গের দূষণ বাড়ছে ৷

বৃহস্পতিবার বসিরহাট সংগ্রামপুরে পুলিশ সুপার অফিসে গিয়ে কঙ্করপ্রসাদ বারুই সহ জেলা পুলিশ কর্তাদের সঙ্গে প্রশাসনিক কাজকর্মের বৈঠক করেন। তারপর আলোচনা করেন দলীয় কর্মীদের সঙ্গে। টাকি, হাড়োয়ায় দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানান ৷

অসুস্থতার পরপরই কাজে?  নুসরত বলেন, এখানে একটা গুজব ছড়িয়েছে যে সাংসদকে দেখা যাচ্ছে না ৷ এসব গুজবে কান দেবেন না ৷ একদিন রেস্ট করেই আমি প্রথম বসিরহাটে এসেছি। অনেক কাজ পড়ে আছে মানুষের জন্য আমাকে করতেই হবে। দিল্লিতে যেতে হবে পার্লামেন্ট সেশন মিস করছি। আমি যেহেতু জলের দায়িত্বে আছি, মানুষের কাছে কীভাবে তা পৌঁছে দেওয়া যায় সেই কাজ করছি।

রবিবার রাত ৯.৩০ মিনিট নাগাদ গুরুতর অসুস্থ অবস্থায় বসিরহাটের সাংসদ নুসরত জাহাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিজনরা। হাসপাতাল সূত্রে জানা যায়, বেশি মাত্রায় ওষুধ খেয়ে ফেলায় অসুস্থ হয়ে পড়েন তিনি।পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে রাখা হয় আইসিইউতে। রাতেই তাঁর স্টমাক ওয়াশ করেন চিকিৎসকরা। তবে অসুস্থতার কারণে স্ত্রী’কে একা ছাড়েননি নুসরতের স্বামী নিখিল জৈন। এদিন আগাগোড়া নুসরতের সঙ্গে ছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*