লাভ জিহাদ নিয়ে বিজেপি নেতৃত্বকে কড়া আক্রমণ করলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। তাঁর বক্তব্য, ভালবাসা সম্পূর্ণ ব্যক্তিগত। আমি কাকে ভালবাসব তা নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না।
শনিবার কলকাতায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান অভিনেত্রী-সাংসদ। ‘লাভ জেহাদ’ রুখতে আইন আনার প্রসঙ্গে তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। লাভ এবং জেহাদ কখনও এক হতে পারে না। ভালবাসা সম্পূর্ণ ব্যক্তিগত। আমি কাকে ভালবাসব তা নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না। বিজেপিকে আমার একটাই পরামর্শ তারা আগে ভালবাসা যে ব্যক্তিগত সেটা বুঝুক। তাদের ভালবাসতেও শেখা উচিত।
উল্লেখ্য, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটক, আসাম সরকার লাভ জেহাদ ঠেকাতে কড়া আইন আনার প্রস্তাব দিয়েছে। যোগীর রাজ্যে স্বরাষ্ট্র দফতরের তরফে সেই প্রস্তাব আইন দফতরে পৌঁছেও গিয়েছে। লাভ জিহাদের বিরুদ্ধে সোচ্চার গেরুয়া বাহিনী। এই সময় বিজেপি নেতাদের উদ্দেশে নুসরতের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
Be the first to comment