বাংলায় নির্বাচনী প্রচারে এসে নারী সুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিঁধেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । সেই আক্রমণই তাঁর দিকে বুমেরাঙের মতো ফিরিয়ে দিল তৃণমূল । তৃণমূল সাংসদ নুসরত চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানালেন যোগী আদিত্যনাথের দিকে। তাঁর রাজ্যের নারী সুরক্ষার পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন অভিনেত্রী-সাংসদ । যোগী নিজের রাজ্যের নারী সুরক্ষার থেকেও বাংলার নির্বাচনকে কেন বেশি গুরুত্ব দিচ্ছেন, এই প্রশ্ন তোলেন তিনি ।
নারী সুরক্ষা ব্যবস্থার অবনতির আরও একটা খারাপ নজির নিয়ে আবারও খবরের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরস । সেখানে নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ২০১৮ সালের জুলাই মাসে একটি মেয়েকে শ্লীলতাহানি করার ঘটনায় নির্যাতিতার বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন ।
এরপর এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তদের । সোমবার ওই অভিযুক্তদের তিনজন নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করে । আর এই ঘটনাটি সামনে রেখে উত্তরপ্রদেশের যোগী সরকারকে একহাত নিয়েছে তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার মালদায় ভোট প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । এই সমাবেশ থেকে রাজ্যে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন তিনি । তাঁর অভিযোগ, বাংলায় আইনের শাসন বলে কিছু নেই । নারীরা এ রাজ্যে সুরক্ষিত নয় । যোগীর বঙ্গ সফরের দিনেই তাঁর রাজ্যের নজির টেনে তাঁকে একহাত নিয়েছে তৃণমূল নেতৃত্ব । পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম ও নুসরত জাহানরা যোগীকে তুলোধোনা করেছেন । হাথরসের ঘটনার একটি প্রতিবেদন নিজের টুইটার হ্যান্ডেলে তুলে ধরে নুসরত লিখেছেন, ”শকিং! বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যে ভয়ংকর ঘটনা ঘটেছে, তা বর্ণনা করার জন্য শব্দ খুঁজে পাচ্ছি না । যোগী আদিত্যনাথ কেন এই পরিবারের সুরক্ষা ও নিরাপত্তার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন না? বাংলার নির্বাচন কি বিজেপির কাছে এর থেকেও বেশি জরুরি ?”
এই নিয়ে সরব হন ফিরহাদ হাকিম ও কাকলি ঘোষ দস্তিদারও । হাথরসের ঘটনার ভিডিয়ো তুলে ধরে তাঁরা ”বিজেপি হঠাও, বেটি বাঁচাও” হ্যাশট্যাগ ব্যবহার করেন ।
Be the first to comment