বেকারত্ব নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহানের। টুইটে মোদীকে বিঁধে বসিরহাটের তৃণমূল সাংসদ লিখেছেন, ‘‘দেশের যুব প্রজন্মকে বুঝতে ব্যর্থ আপনি। যুবসমাজকে অন্ধকার ভবিষ্যতর দিকে ঠেলে দিচ্ছেন।”
করোনা মোকাবিলায় লকডাউনের জেরে বহু মানুষ রুজি-রুটির সংস্থান হারিয়েছেন। দেশে হু-হু করে বেড়েছে বেকারত্ব। একটানা লকডাউনের জেরে বহু সংস্থার ঝাঁপ বন্ধ। একাধিক শিল্প প্রতিষ্ঠান লকডাউনের জেরে ক্রমাগত হয়ে চলা লোকসানের ধাক্কা সামলাতে না পেরে সংস্থায় তালা ঝুলিয়েছেন। করোনা মোকাবিলায় তিন মাস লকডাউনের জেরে দেশের অর্থনৈতিক পরিকাঠামো ধুঁকছে। কর্মসংস্থানের সুযোগ শিকেয় উঠেছে।
লকডাউনের জেরে রোজগারহীন দেশের যুব প্রজন্মের একটা বড়া অংশ। দেশে ক্রমাগত বেড়ে চলা বেকারত্বের এই দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর চাপিয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান।
টুইটে মোদীকে আক্রমণ করে তিনি লিখেছেন, “এত জনসংখ্যার এই দেশে নতুন প্রজন্মের জন্য কী করছেন নরেন্দ্র মোদী? দেশের তরুণ প্রজন্মকে বুঝতে আপনি ব্যর্থ। যুবসমাজকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন।”
Be the first to comment