এবার নুসরতের পাশে দাঁড়ালো শিবসেনা

Spread the love

নুসরত জাহান সিঁদুর পরে শপথ নিলেন কেন, এই প্রশ্ন তুলে নয়া সাংসদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে একের পর এক ইমাম। অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা-নেত্রীরা। এবার নুসরতের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিল শিবসেনা। শিব সেনা তাদের মুখপত্র ‘সামনা’-তে দেওবন্দের বিরুদ্ধে সরব হয়েছে। তারা উল্লেখ করেছে যে, নুসরতের সেন্টিমেন্টকে সম্মান দেওয়া উচিত। নুসরতকে বাংলার মেয়ে বলে বর্ণনা করে শিবসেনার বলেছে যে, কেউ যখন স্বেচ্ছায় বিয়ে করেছেন, তাহলে সেই বিয়ে কীভাবে ইসলাম-বিরোধী হতে পারে?

মুখপত্রে লেখা হয়েছে, যদি কোনও মুসলিম মহিলা অন্য ধর্মে বিয়ে করে আর মঙ্গলসূত্র কিংবা সিঁদুর পরে, তাহলে তা হারাম। আসলে নুসরতকে নিয়ে জাতীয় স্তরে আলোচনা হচ্ছে, আর সেটা মুসলিম সংগঠনগুলি সহ্য করতে পারছে না। শিবসেনার আরও দাবি, এই ধরনের ফতোয়া জারি করে মানুষকে উন্নতির পথে বাধা দেয় ইসলাম। তাঁরা নুসরতের মাথার সিঁদুরকে ভারতীয় সংস্কৃতির প্রতীক বলে উল্লেখ করেছেন। আর মঙ্গলসূত্র সুরক্ষার প্রতীক বলে দাবি শিবসেনার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*