রবিবার থেকে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে সাইক্লোন অক্ষি। অন্যদিকে অক্ষিকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করার দাবি জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
প্রসঙ্গত, সাইক্লোন অক্ষির দাপটে বিপর্যস্ত কেরালা ও তামিলনাড়ুর জনজীবন। কন্যাকুমারীতে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। গত বৃহস্পতিবার তামিলনাড়ু ও কেরালায় আছড়ে পড়ে অক্ষি। ক্ষতিগ্রস্ত হয় রাজ্যের বিস্তীর্ণ এলাকা। একাধিক জায়গায় ঝড়ে উপড়ে পড়ে একাধিক গাছ। বন্ধ রাখা হয় স্কুল-কলেজ। মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।
অন্যদিকে,অক্ষির তাণ্ডবে বিপর্যস্ত লাক্ষাদ্বীপও। ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে লাক্ষাদ্বীপের উপর এই সাইক্লোন অবস্থান করলেও রবিবার থেকে দুর্বল হবে অক্ষি। এখনও পর্যন্ত শ্রীলঙ্কায় অক্ষির দাপটে মৃত্যু হয়েছে ৯ জনের। গৃহহীন প্রায় ২০ হাজার মানুষ।
Be the first to comment