ওডিশায় শুরু হল আন্তঃরাজ্য ট্রেন পরিষেবা। ভুবনেশ্বরের সঙ্গে সংযোগরক্ষাকারী ৬টি গুরুত্বপূর্ণ চলা শুরু করেছে সোমবার থেকে। ট্রেনগুলি ভুবনেশ্বর থেকে যাবে সম্বলপুর, রৌরকেল্লা, ভদ্রক, কোরাপুট, কোরাপুট বেরহামপুর ও বলাঙ্গির পর্যন্ত।
বিভিন্ন রেলস্টেশনে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের কাউন্টার থেকে মিলছে টিকিট। এ ছাড়াও IRCTC-র ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট কাটা যাবে। ইস্ট কোস্ট রেলের এক আধিকারিক জানিয়েছেন, কনফার্ম টিকিট থাকলে তবেই ট্রেনে চড়তে দেওয়া হবে যাত্রীদের।
সূত্রের মারফত্ জানা গিয়েছে, প্রথম দিনে সফরের জন্য যথেষ্ট যাত্রী হয়নি। রবিবার রাত ৮টা পর্যন্ত এক-তৃতীয়াংশ আসনের টিকিট বুকিং হয়েছে। যেমন সম্বলপুর-খুরদা রোড স্পেশ্যালের ৭৫০ আসনের মধ্যে রবিবার পর্যন্ত বুকিং হয়েছে ২৫০টি আসন।
রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ECoR ট্রেনকে সংক্রমণমুক্ত করেছে। ট্রেনের যাত্রা শুরুর সময় থেকে ৯০ মিনিট আগে পৌঁছতে হবে যাত্রীদের। স্টেশন প্রাঙ্গণে ঢোকার আগে স্বাস্থ্য পরীক্ষা হবে যাত্রীদের। মাস্ক পরাটা বাধ্যতামূলক।
রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘একটি বার্থে একজনই যাত্রী থাকবেন। কম্পার্টমেন্টে ভিড় হতে দেওয়া যাবে না। ট্রেনে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে।’ ৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত এই ৬টি ট্রেন স্পেশ্যাল ট্রেন হিসেবে বিবেচিত হবে। শনি ও রবিবার কোনও লোকাল ট্রেন চলবে না। পাঁচটি ট্রেন পাঁচ দিন চলবে। আর ভুবনেশ্বর থেকে কোরাপুট সংযোগরক্ষাকারী ট্রেন চলবে তিন দিন।
Be the first to comment