পাকিস্তানকে নথি পাচারের অভিযোগে গ্রেফতার ভারতীয় বায়ুসেনা অফিসার

Spread the love

ছবি সৌজন্যে- এএনআই

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-কে গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে গ্রেফতার করা হল ভারতীয় বায়ুসেনার এক অফিসারকে। জানা গিয়েছে, ধৃতের নাম অরুণ মারওয়াহা। ইতিমধ্যেই বায়ুসেনার ওই অফিসারকে ৫ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আইএসআইয়ের ২ সুন্দরী চর ফাঁদে ফেলে তাঁকে।

অভিযোগ, ডিফেন্স সাইবার এজেন্সি, ডিফেন্স স্পেস এজেন্সি ও একটি স্পেশাল অপারেশনস ডিভিশনের গোপন তথ্য হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে ওই ২ মহিলাকে পাঠাতেন মারওয়াহা। বায়ুসেনা সদর দফতরে যুদ্ধকালীন প্রশিক্ষণ চলার সময় তিনি ওই সব গোপন নথির ছবি তুলে নিতেন, তারপর সুযোগ বুঝে পাঠিয়ে দিতেন।

বেশ কিছুদিন ধরেই তাঁর গতিবিধি দেখে সন্দেহ হওয়ায়, তাঁর উপর শুরু করা হয় নজরদারি। শেষ পর্যন্ত ভারতীয় বায়ুসেনার গোপন নথি পাচারের অভিযোগেই গ্রেফতার করা হয় ওই অফিসারকে। তবে কোন মহিলার সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন তাঁর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তবে ওই মহিলার খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*