থামল লড়াই, প্রয়াত ঐন্দ্রিলা শর্মা

Spread the love

সব শেষ, মৃত্যুর কঠিন থাবা স্তব্ধ করল তরুণ অভিনেত্রীর জীবনের স্পন্দন। মারণ রোগকে নকআউট করেছিলেন ঠিকই কিন্তু আর পারলেন না ঐন্দ্রিলা শর্মা। শেষ হল তাঁর লড়াই। রবিবার সকালেই চির বিদায় জানালেন ঐন্দ্রিলা।

শনিবার রাতে অন্তত দশবার হৃদরোগে আক্রান্ত হন তিনি এমনটাই হাসপাতাল সূত্রে খবর। রবিবার সকালের ম্যাসিভ হার্ট অ্যাটাকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শোকস্তব্ধ টলিউড। নভেম্বরে মাসের শুরুতে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা। হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে অভিনেত্রী। সব্যসাচীই ঐন্দ্রিলার শারীরিক অবস্থা সংক্রান্ত নানা খবর বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করার কথাও লিখেছেন।

কিন্তু শনিবার আচমকাই নভেম্বর মাসে করা ফেসবুকের সমস্ত পোস্ট মুছে ফেলেন তিনি। তখন থেকেই নতুন করে জল্পনা শুরু হয়, তবে কি আরও শারীরিক অবস্থার অবনতি ঘটল ঐন্দ্রিলার? উত্তর পাওয়া গেল রবিবার সকালেই। টানা ১৯ দিন ধরে লড়াই চালিয়ে গিয়েছেন, তবে সব চেষ্টা ব্যর্থ করে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*