ভাড়া নেওয়ার সময় দামে কারচুপি ওলা-উবেরের! সরকারি নোটিস ঘিরে চাঞ্চল্য এই রাজ্যে

Spread the love
ওলা-উবেরের বিরুদ্ধে এবার ‘টাইম-বেসড ফেয়ার’ নিয়ে নিয়মভঙ্গের অভিযোগ। এমনই অভিযোগ এনে কড়া নোটিস জারি করেছে কর্ণাটক পরিবহন দফতর। গত জানুয়ারি মাস থেকে কর্ণাটক পরিবহন দফতরের নতুন নিয়ম জারি হয়েছে। সেখানে সময়ের ওপর নির্ভর করে দাম ধার্য করার ক্ষেত্রে ক্যাব পরিষেবা সংস্থাগুলিকে বারণ করা হয়। কিন্তু অভিযোগ বেঙ্গালুরু সহ কর্ণাটকের একাধিক জায়গায় সেই নিয়ম মানছেই না ওলা এবং উবের।
এগ্রিগেটার্স রুল ২০১৬ এর  ১১ তম নিয়ম অনুযায়ী এই নোটিস পাঠানো হয়েছে ওই দুই ক্যাব পরিষেবা সংস্থাকে। সেখানে সংস্থা দুটির বিরুদ্ধে সময়-নির্ভর-ভাড়া ধার্য করার অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী যাদের লাইসেন্স রয়েছে তারা কেবল ভাড়া নিতে পারে কর্ণাটক সরকারের ধার্য করা দামের প্রেক্ষিতে। আর এই দাম কিলোমিটারে কতটা যাত্রা করা হচ্ছে তার প্রেক্ষিতে নিতে হবে। তবে ওলা বা উবের তা করছে না বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য কর্ণাটক সরকার ওলা ও উবরের ন্যূনতম ও সর্বোচ্চ ভাড়া নির্দিষ্ট করে দিয়েছে। এটি চারটি বিভাগে বিভাজিত রয়েছে। ৪ কিলোমটারের জন্য ন্যূনতম ভাড়া বিলাসবহুল গাড়িতে ৮০ টাকা, ক্লাস বি এর জন্য় তা ৬৮ টাকা, ক্লাস সি এর জন্য ৪৪ টাকা. ক্লাস ডি -এর জন্যও ওই একাই দাম। এছাড়া সময় নির্ভর কোনও রকমের ভাডা় ধার্য করা যাবে না বলে নিয়মে জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*