দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত অতিমারি বিধির তোয়াক্কা করেনি আমজনতার বড় একটি অংশ। গণ-আচরণের সেই ছিদ্রপথে করোনা ফের দাপট দেখানোর সুযোগ পেয়ে গিয়েছিল বলে চিকিৎসক ও অতিমারি বিশেষজ্ঞদের অভিযোগ।
আবার সম্প্রতি কলকাতার পুরভোট থেকে বড়দিনেও তুঙ্গে উঠেছিল জন-মাতন। কোভিড বিধি উপেক্ষা করে বর্ষশেষের মহানগর কি খাল কেটে ওমিক্রন-কুমিরকে ডেকে আনতে চাইছে?
ডেল্টা ভেরিয়েন্টের থেকেও পাঁচ গুণ বেশি সংক্রমণ ছড়ানোর ক্ষমতা ধরে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। বার বার এটা জানানো সত্ত্বেও বড়দিনে এবং রবি-সোমবারের শহরে মাস্ক খুলে ভিড়ে গা ভাসানো জনতার উচ্ছ্বাস দেখে এই প্রশ্ন তুলছেন চিকিৎসকেরা। অতিমারির দু’টি পর্বের ভয়াবহতা এক শ্রেণির মানুষের স্মৃতি থেকে লোপ পেয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে বিস্মিত চিকিৎসকেরা বলছেন, ‘‘মানুষের স্মৃতি যে এত দুর্বল, সেটা জানা ছিল না!’’
Be the first to comment