কলকাতায় সন্দেহভাজন ওমিক্রন আক্রান্তের ক্রমশ বাড়ছে। বিদেশ ফেরত আরও চারযাত্রী কোভিড আক্রান্ত হওয়ায় আশঙ্কা আরও বেড়েছে স্বাস্থ্যকর্তাদের। রবিবার ব্রিটেন থেকে আসা চার যাত্রী কোভিড পজিটিভ হয়েছেন। আপাতত দক্ষিণ কলকাতা ও সল্টলেকের দু’টি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । পাঁচ বছরের মেয়েটি ও ৩১ বছরের মহিলার বাড়ি শ্যামবাজারে। ৪৪ বছরের মাঝবয়সী ব্যক্তি কৈখালিতে থাকেন।
স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, বিদেশ ফেরত চার যাত্রীর মধ্যে দু’জন পুরুষ। একজনের বয়স ৪৪, আরেক জনের বয়স ২৪ বছর। করোনা আক্রান্তদের মধ্যে একজন মহিলা রয়েছেন। তাঁর বয়স ৩১ বছর। এমনকী, কোভিড আক্রান্ত হয়েছে পাঁচ বছরের এক শিশুও। কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ায় বিমানবন্দর থেকেই তাঁদের অ্যাম্বুল্যান্সে বেলেঘাটা আইডি হাসপাতাল পাঠানো হয়। ওই চারজন ওমিক্রন আক্রান্ত কিনা তা জানতে সোমবার জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার জন্য কল্যাণীর পরীক্ষাকেন্দ্রে পাঠানো হবে।
এখনও পর্যন্ত ২৩ জন কোভিড আক্রান্তর লালারস জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার জন্য কল্যাণীর ইন্ডিয়ান ইন্সটিউট অফ জিনোমিক্স স্টাডিতে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ছ’জন ওমিক্রন আক্রান্ত বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর। এঁদের প্রত্যেকেরই বয়স ৬-৬৯ বছরের মধ্যে। এছাড়া কলকাতা মেডিক্যাল কলেজের এক ইন্টার্নও ওমিক্রন আক্রান্ত। তবে তাঁর বিদেশযাত্রার কোনও রেকর্ড নেই।
বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, ওই তরুণ চিকিৎসকের শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিন পর্যন্ত বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই যুবক এবং চার সন্দেহভাজন ভরতি আছেন।
প্রসঙ্গত, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৯৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪২২ জন। আগের দু’দিনের তুলনায় ওমিক্রন আক্রান্তের সংখ্যাটা তেমন বাড়েনি গত ২৪ ঘণ্টায়। সেটাই স্বস্তির। তাছাড়া, ওমিক্রন আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই ১৩০ জন সুস্থ হয়ে গিয়েছেন।
Be the first to comment