কোভিড টিকাকরণের ক্ষেত্রে বুস্টার ডোজ নিয়ে বড় প্রস্তাব। ভারতে হাজির নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন। করোনার এই নয়া প্রজাতিকে রুখতেই মূলত কেন্দ্রের জেনোমিক বিশেষজ্ঞরা দেশের ৪০-ঊর্ধ্বদের বুস্টার ডোজের পরামর্শ দিলেন। একইসঙ্গে গুরুতর কোনও অসুখ রয়েছে, প্রথম সারির কোভিড যোদ্ধাদের এই বুস্টার ডোজ অবশ্যই নেওয়া উচিত বলে মন্তব্য বিশেষজ্ঞ থেকে চিকিৎসকদের। INSACOG তাদের সাপ্তাহিক বুলেটিনে এই প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে।
কোভিড টাস্ক ফো্র্সের চেয়ারপার্সন ড. এন.কে অরোরা এর আগেই জানিয়েছিলেন, আগামী দু’সপ্তাহে ভারতে কোভিড-১৯ টিকাকরণের ক্ষেত্রে বুস্টার ডোজ নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্র। সোমবার সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, NTAGI (ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন) কোভিড ১৯ এর ক্ষেত্রে বুস্টার ডোজ কী ভাবে দেওয়া হবে না হবে, সে বিষয়ে নীতি নির্ধারণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যেই সে বিষয়ে সিদ্ধান্ত জানান হবে জনসাধারণের উদ্দেশে। শুধু তাই নয়, নাবালকদের টিকাকরণ নিয়েও সিদ্ধান্ত ঘোষণা হতে চলেছে এই ডিসেম্বরেই।
ড. এন.কে অরোরা তিনি বলেন, ৪৮ ঘণ্টার ভিতরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নতুন প্রজাতি ওমিক্রন-কে উদ্বেগজনক বলে ঘোষণা করেছে। সেটা তো এমনি এমনি নয়। এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে। ফলে সতর্কতা জরুরি। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ভারতে হাজির নতুন করোনা ভ্যারিয়ান্ট। বৃহস্পতিবারই কর্নাটকের দুই জনের দেহে ধরা পড়েছে করোনাভাইরাস। তাদের মধ্যে একজন রোগীর সংস্পর্শে এসেছেন ২০০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে পাঁচজনের লালারসের পরীক্ষায় কোভিড ভাইরাসের উপস্থিতি মিলেছে।
তবে তারা নয়া করোনা প্রজাতির ভাইরাসে আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে, আতঙ্ক বাড়িয়ে BMC-র তরফে শুক্রবার জানানো হয়, ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে মুম্বই বিমানবন্দরে আসা ৯ জনের দেহে ধরা পড়েছে করোনা।তাঁদের মধ্যে একজন যাত্রী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরছিলেন। তাঁরা ওমিক্রনে আক্রান্ত কিনা তা খতিয়ে দেখার জন্য নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।
Be the first to comment